‘উপভোগ করছি, কিন্তু…’ সাহেবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা দে!

অনস্ক্রিনে কোনও চরিত্র যদি দর্শকের মনে জায়গা করে নেয়, তবে অফস্ক্রিনেও সেই জুটিকে নিয়ে বাড়তি কৌতূহল তৈরি হওয়াটা স্বাভাবিক। বিশেষত যদি সেই দুই তারকা কাজের বাইরে একসঙ্গে সময় কাটান, হাসুন, গল্প করুন—তবে তো কথাই নেই। এমন সম্পর্ক নিয়ে গসিপ ছড়াতে বেশি সময় লাগে না। ঠিক সেরকমটাই ঘটছে এই মুহূর্তে ছোটপর্দার অতি পরিচিত জুটি সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-কে ঘিরে।

সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে ছবির ছড়াছড়ি। কখনও রিল ভিডিও, তো কখনও কোনও পার্টিতে এক ফ্রেমে ধরা পড়েছেন তাঁরা। দু’জনেই ক্যাপশনে রেখে দিচ্ছেন এমন কিছু ইঙ্গিত, যা দেখে অনেকেই বলছেন—”এই বন্ধুত্ব কিন্তু ‘সিরিয়াসলি’ অন্যরকম!” দর্শক তো বটেই, টেলিপাড়ার অনেকেই কান পাতছেন এই সম্পর্কের হদিশ পেতে। তাহলে কি সাহেব আর সুস্মিতার বন্ধুত্বের বাইরে কিছু আছে?

entertainment

‘কথা’ ধারাবাহিকের শুটিং চলাকালীনই সাহেব এবং সুস্মিতার আলাপ। একসঙ্গে সময় কাটাতে কাটাতে বন্ধুত্ব গাঢ় হয়েছে বলে জানা যায়। ততদিনে আবার সুস্মিতা তাঁর দীর্ঘদিনের প্রেমিক অনির্বাণের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। আর ঠিক সেই সময় থেকেই সাহেবের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে গুঞ্জন শুরু। তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা যদিও এই জল্পনায় রসদ জোগাতে মোটেই পিছিয়ে নেই। মাঝে মাঝেই হাসি ঠাট্টায় এই ‘জুটি’ নিয়ে নানা কথা বলেন তাঁরা।

সম্প্রতি ‘চন্দ্রবিন্দু’ ছবির স্ক্রিনিংয়ে সাহেবকে দেখেই মজায় মেতে ওঠেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। প্রকাশ্যেই সুস্মিতার নাম করে মজা করেন তিনি। সাহেব কিন্তু বিরক্ত হননি, বরং হাসিমুখে বিষয়টি সামাল দেন। এর পর থেকেই আরও জোরালো হয়েছে সাহেব-সুস্মিতা সম্পর্কের জল্পনা। তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে নানা জায়গায়। তবে কি সত্যিই প্রেম করছেন তাঁরা?

আরও পড়ুনঃ মোহনা প্রেগন্যান্ট, জানতে পারলো সুনন্দা! জিনিয়াকে হাতেনাতে ধরতে জাল বিছিয়েছে শুভ! এদিকে, আদি কি মোহনার বাচ্চাকে অস্বীকার করবে? কি হতে চলেছে গৃহপ্রবেশ সিরিয়ালে? 

এই জল্পনা নিয়ে মুখ খুললেন সুস্মিতা দে। এক সংবাদ মাধ্যমে তিনি বলেন, “বন্ধুরা মজা করেই। আমরাও সেটা উপভোগ করি। কিন্তু আদৌ সম্পর্কে আছি কি না, সেটা বলার সময় এখনও আসেনি। সময়ই বলবে।” যদিও একাধিক অনুষ্ঠানে এবং সোশ্যাল মিডিয়ার নানা পোস্টে একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের, তবুও সাহেব-সুস্মিতার সম্পর্ক এখনো রহস্যেই মোড়া। বন্ধুত্ব না প্রেম—উত্তর এখনও সময়ের হাতে!

You cannot copy content of this page